লামায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় পৃথক স্থানে দুই কৃষকের ৪টি গরু মারা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার ফাইতং ও লামা সদর ইউনিয়নে এ হতাহতের ঘটনা ঘটে।
ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সোমবার রাতে তার ইউনিয়নের বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন বাঙ্গালি পাড়ার মৃত ইসহাকের ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোছনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)। নিহতরা কৃষি জমির পাশে গাছের উপর টং ঘর (পাহারা দেয়ার ঘর) বানিয়ে সেখানে ঘুমাচ্ছিলো। সোমবার রাতে প্রচন্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে রাতের কোন এক সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এদিকে, উপজেলার লামা সদর ইউনিয়নের দুই কৃষকের ৪টি গরু বজ্রপাতে মারা গেছে। মেরাখোলা গ্রামের দফাদার বাসু কুমার দের ৩ টি এবং মুসলিম পাড়ায় একটি গরু মারা যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন। কৃষক বাসু কুমার দে জানিয়েছেন, গরু গুলো প্রতি দিনের ন্যায় গোয়ালে বাধা ছিল। রাতে প্রচুর ঝড়-বৃষ্টি সেই সাথে বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।লামা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু এবং ৪টি গরু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।