দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) নদীর ছিপাতলী ইউনিয়নের আলমের কুম নামক স্থানে অভিযান পরিচালনা করে ৫শ’ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, আজ গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর ছিপাতলী ইউনিয়নের আলমের কুম নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রাম পুলিশের সহযোগিতায় ৫শ’ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
নদীর মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।