কোনো ছবি থেকে লেখা কপি করতে চাইলে প্রথমে ছবিটাকে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে সেভ করুন। তারপর আপনার জিমেইলে লগইন করার পর গুগল অ্যাপস বাটন থেকে গুগল ড্রাইভে ক্লিক করুন।
এখন ছবিটা আপলোড করে রিফ্রেস দিন। আপনার আপলোড করা ছবিটা সবার উপরে দেখাবে। ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে `Open with Google Docs’ সিলেক্ট করুন।
এখানে আপনার ছবিটা উপরে দেখাবে আর নিচে দেখাবে টেক্সট বা লেখা। এখান থেকে টেক্সট/লেখা কপি করে কোনো ওয়ার্ড ফাইলে সেভ করতে পারেন অথবা ফাইল থেকে ডাউনলোড অপশন গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন।
আপনার লেখাগুলো এমএস ওয়ার্ড ফাইল আকারে ডাউনলোড ফোল্ডারে সেভ হবে। লেখাগুলো ইউনিকোড ফরম্যাটে থাকবে আপনি ইচ্ছে করলে অনলাইনে কনভার্ট করে নিতে পারেন।