জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জাতি আবদুল করিম সাহিত্যবিশারদকে প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। তিনি একটি ইতিহাস ও বাংলা সাহিত্যের আলোকবর্তিকা। গতকাল সোমবার পটিয়ার কৃতীসন্তান, প্রাচীন বাংলা পুঁথি সাহিত্যের অমর গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫০তম জন্মবার্ষিকী তথা সার্ধশত জন্মবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তাঁর সৃষ্টিগুলো প্রজন্ম থেকে গবেষণার মাধ্যমে উঠে আসবে। এসময় তিনি পটিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সৃজনশীল কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেন। আবদুল করিম সাহিত্যবিশারদ সার্ধশত জন্মবর্ষ উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় সুচক্রদন্ডী গ্রামের সাহিত্য বিশারদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।