ইঞ্জিনিয়ার মোশাররফকে এক সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ চিকিৎসকের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে চিকিৎসক এক সপ্তাহ সম্পূর্ণ বিছানায় থেকে বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি গত ১০ অক্টোবর তার নির্বাচনী এলাকা মীরসরাইয়ে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সন্ধ্যায় বাসায় ফিরেন। রাতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কোমরে সামান্য আঘাত পান।গতকাল সকালে ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে অর্থোপেডিক ও ফিজিক্যাল মেডিসিন চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। এ সময় কাউকে সাক্ষাত প্রদান থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দেন তারা। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্রুত আরোগ্য কামনায় তার এপিএস ও উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরখান সকলের দোয়া কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমুচলেকা দিয়ে ছাড়া পেল নির্মাণ শ্রমিক
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রের মৃত্যু