চাঁদপুর জেলা সমিতি চট্টগ্রামের নির্বাচন অনুষ্ঠিত

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা সমিতি চট্টগ্রামের দ্বি-বার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন চেয়ারম্যান এডভোকেট মো. শাহ্‌ আলমের তত্ত্ববধানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পর্বে ৩১টি নির্বাহী সদস্যপদের জন্য ৪০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৯জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৩১জন প্রার্থী নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়। নির্বাহী সদস্যগণ সমঝোতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো. মোস্তফা তালুকদারকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। সহ-সভাপতি নির্বাচিত হন মো. শহীদুল্লাহ পাটোয়ারী, মো. আউয়াল হোসেন পাটোয়ারী, হাজী মো. ফজলে আজিম দুলাল, মো. মোশারফ হোসাইন ও মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া মো. ফজলুর রহমান মজুমদার স্বপন সাধারণ সাম্পাদক, এডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও মো. রেজাউল করিম ভূট্টো যুগ্ম-সম্পাদক, মো. নাজির হোসেন অর্থ-সম্পাদক, মো. খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক ডা. এমএইচআর রেজাউল করিম সমাজ কল্যান সম্পাদক, মো. মহসিন মোল্লা দপ্তর সম্পাদক, মো. আকতার হোসেন পাটোয়ারী প্রচার ও প্রকাশনা সম্পাদক, ওমর ফারুক মিয়াজি শিক্ষা ও প্রকল্প বিষয়ক সম্পাদক, মো. ইয়াছিন ভূঁইয়া আইন বিষয়ক সম্পাদক, মো. সৈয়দ আহাম্মদ খান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. মোবারক হোসেন সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, আমেনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, ফরিদা ইয়াসমিন (লিনা) সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন।
এছাড়া মো. রফিকুল ইসলাম, মো. সালেহ ইমতিয়াজ, মো. জাকির হোসেন, মো. নাছির উদ্দিন প্রধান, মো. হুমায়ুন কবীর সেলিম, মো. জয়নুল আবেদীন (জয়), মো. সেলিম হোসেন, মো. মোরশেদ আলম, মো. গোলাম কবীর, মো. আলী হোসেন ও মো. মনিরুল ইসলাম মজুমদার নির্বাহী সদস্য নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি স্কুল অব ডিবেট ২৫তম ব্যাচের সমাবর্তন
পরবর্তী নিবন্ধমুচলেকা দিয়ে ছাড়া পেল নির্মাণ শ্রমিক