ইজিবাইক উল্টে যেভাবে মারা গেলেন পথচারী

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটম) উল্টে গিয়ে এর ছাদের ওপর থাকা টিন ছিটকে গিয়ে গলা কেটে এক পথচারী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙারমুখ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা রুহুল কাদের (৩০) চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নিজপানখালী গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র। তিনি ভাঙারমুখ স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি থেকে বের হয়ে সকালে নিজ কর্মস্থল ভাঙারমুখ স্টেশন জামে মসজিদে যাচ্ছিলেন মুয়াজ্জিন রুহুল কাদের। এ সময় ছাদের ওপর টিন বোঝাই করে সড়ক দিয়ে যাওয়া একটি ইজিবাইক (টমটম) উল্টে যায়। এই সময় টিন ছিটকে গিয়ে পড়ে পথচারী রুহুল কাদেরের ওপর। এতে তার গলা কেটে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মুয়াজ্জিন তার ওয়ার্ডের বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজামিন হয়নি, হাজতেই থাকছেন শাহরুখ-পুত্র