ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও চার সৈন্য নিহত হয়েছেন। গতকাল সোমবার পুঞ্চ জেলার ডেরা কি গলি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দের আনন্দ জানিয়েছেন, গোলাগুলি এখনও চলছে। খবর বিডিনিউজের।