কোয়ালিটির সাথে ব্রাদার্সের সৌভাগ্যের ড্র

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রথম দুই খেলা জয়ের পর তৃতীয় খেলায় এসে বড় ধাক্কা খেয়েছে শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। গতকাল সোমবার চট্টগ্রাম প্রিমিয়ার লিগের খেলায় সৌভাগ্যপ্রসূত গোলশূন্য ড্র করে তারা কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাথে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোয়ালিটি গতকাল কোয়ালিটি ফুটবলই উপহার দেয়। কিন্তু দুর্ভাগ্য ফিনিশিং ব্যর্থতা এবং রেফারির কিছু ভুল সিদ্ধান্তের কারণে জয় নয়,ড্র মেনেই মাঠ ত্যাগ করতে হয় তাদের। তিন খেলা শেষে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট হয়েছে ৭ এবং সমান খেলায় কোয়ালিটি ২ পয়েন্ট অর্জন করেছে। কোয়ালিটি আগের দুটি খেলার একটিতে ড্র এবং অপরটিতে পরাজিত হয়।
আগের দুই খেলার তুলনায় কোয়ালিটি গতকাল দারুন নৈপুন্য দেখায় মাঠে। শুরুতেই ছামিরউল্লাহর বানিয়ে দেয়া বল মিস করে তারা। এরপর ব্রাদার্সও ঘুরে দাঁড়ায়। ২৬ মিনিটে তাদের শাহাদাত হোসেন মানিকের শট সাইডবারের পাশ দিয়ে চলে যায়। এ সময় পরাস্ত ছিলেন কোয়ালিটি কিপার। দু’মিনিট বাদে আবারও ব্রাদার্স আক্রমন শানায়। এবার আমিরুজ্জামান সাইমন বল দেন সাজ্জাত হোসেনকে। তিনিও মিস করেন। ৩৮ মিনিটে কোয়ালিটির মো. আফরোজ আলী বঙে ঢুকেও সুবিধা করতে পারেননি। ব্রাদার্স ডিফেন্স বল ক্লিয়ার করে দেয়। ৪১ মিনিটে ব্রাদার্সের সাজ্জাত হোসেন এককভাবে বল নিয়ে চলে যান কোয়ালিটির এলাকায়। কিন্তু বল জালে দিতে পারেননি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কোয়ালিটি দাপট দেখায়। অনেকগুলো সুযোগ নষ্ট করে তারা। ১৬ মিনিটে রাফসান রহমান গোল মিস করেন। ৩৪ মিনিটে আফরোজ আলীর দুর্দান্ত শট ঠেকিয়ে দেন ব্রাদার্স কিপার। এরপরপরই ব্রাদার্সের বক্সে তাদের খেলোয়াড়ের হাতে বল লাগলেও রেফারী শরীফুজ্জামান খাঁন তা এগিয়ে যান। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় কোয়ালিটি। এর আগেও বেশ কয়েকটি অফসাইড সিদ্ধান্তে ভুল করতে দেখা যায় তাকে।
দু’মিনিট বাদে আবারো আক্রমনে উঠে কোয়ালিটি। দুর্ভাগ্য তাদের। এবার আফরোজ আলীর শট লাগে ক্রসবারে। নিশ্চিত আরো একটি গোল থেকে কোয়ালিটিকে বঞ্চিত করে ভাগ্যদেবী। বাকি সময়ে কোয়ালিটি আর ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাদার্স ইউনিয়নও জুতসই আক্রমনে টলাতে পারেনি কোয়ালিটি রক্ষণভাগকে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের খেলোয়াড় আফরোজ আলী। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. হারুন আল রশীদ। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে বিসিআইসি ক্রীড়া সংসদ এবং চট্টগ্রাম জেলা পুলিশ। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধজ্বালানি সংকটের মধ্যে লেবাননে তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড