বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আর্ক। প্রোগ্রাম কোর্ডিনেটর দিদারুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. শোয়েব মুন্না, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালিক, ডেভেলপমেন্ট কোর্ডিনেটর রকীবুল আজম, সেন্টার ইনচার্জ জাকির হোসেন, প্রতিষ্ঠানের মনোবিজ্ঞানী সুরাইয়া মুকিত। প্রধান আলোচক বলেন, বৈষম্যপূর্ণ বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নানা অসংগতি ও অসমতা থাকলেও সবচাইতে উপেক্ষিত স্বাস্থ্য ক্ষেত্র, বিশেষ করে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সবল রাখতে পারলেই পৃথিবীর দুই-তৃতীয়াংশ স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন। ডা. শোয়েব মুন্না বলেন, রুগ্ন মানসিক স্বাস্থের কারণে যেমন অনেকেই মাদকাসক্ত হয়, তেমনি দীর্ঘদিন মাদক গ্রহণের ফলেও ব্যক্তি নানা মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে। যেমন সিজোফ্রেনিয়া, সাইকোসিস, ডিপ্রেশন, আত্মহত্যা ইত্যাদি। শিহাব মালিক বলেন, দুর্বল মানসিক স্বাস্থ্যের ব্যক্তিরা সমাজ ও পরিবারের ভারসাম্য ব্যাহত করে। মনোবিজ্ঞানী সুরাইয়া মুকিতসহ অন্যান্য বক্তাগণও মানসিক স্বাস্থ্যের পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত একজন রোগীর অভিভাবকও তার অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনা সভা শেষে ডা. শাহীনুর লাফটার থেরাপির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রশিক্ষণ দেন। প্রেস বিজ্ঞপ্তি।