চট্টগ্রাম বিভাগীয় সোতোকান কারাতে ক্যাম্প ও ড্যান পরীক্ষা সম্পন্ন

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১ টি জেলার কারাতেকাদের নিয়ে সোতোকান ষ্টাইলের উচ্চতর কারাতে ক্যাম্প ও ব্ল্যাক বেল্ট ড্যান (ডিগ্রী) পরীক্ষা গত ৮ অক্টোবর জহুর আহমদ চৌধুরী বিভাগীয় ষ্টেডিয়াম সংলগ্ন মহিলা কমপ্লেক্স জিমনেশিয়ামে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক কে শৈ হ্লা । বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, সহ-সভাপতি শাহজাদা আলম, বিকেএফ সহ-সভাপতি ইকবাল হোসেন খোকন ও কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আফজাল ইসলাম। আরিফুর রহমানের সভাপতিত্বে ও সেমিনার এবং পরীক্ষার জন্য জাজ কাউসার আহমেদের সঞ্চালনায় সম্পন্ন পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের ১১৯ জন কারাতেকা অংশগ্রহণ করে। সেমিনারে উপস্থিত ছিলেন কারাতে কোচ রতন তালুকদার, জুয়েল ওসমানী, আব্দুর রাজ্জাক, প্রাক্তন জাতীয় কারাতে চ্যাম্পিয়ন আবু মাসুদ, জাজ এএসআই লতা পারভীন ও জাজ মারিয়া চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধদেশের দ্রুততম মানবকে এক বছরের নিষেধাজ্ঞা