বিএনসিসি দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম

মীরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে বিএনসিসির প্লাটুন উদ্বোধন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। গতকাল রবিবার সকালে মহাজনহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিতেত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এমপি বলেন, আমাদের মুক্তিযুদ্ধেও সামরিক বাহিনীর অনেক অবদান রয়েছে। একটি সুশৃংখল দেশ গঠনে একটি সুশৃংখল টিম অনেক বেশী অবদান রাখতে সক্ষম সর্বক্ষেত্রে। আমি আশা করছি এই কলেজের আজকের উদ্বোধন করা বিএনসিসি টিম দেশ ও জাতি গঠনে অনেক বেশী অবদান রাখতে সক্ষম হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনসিসি পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, মেজর মো. শরীফুজ্জামান, মেজর মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর ভূঞা, এমরান উদ্দিন, এডভোকেট আবুল কাশেম, নুরুল মোস্তফা, তানভির হোসেন তপু, মাঈনুর ইসলাম রানা, ইব্রাহিম খলিল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে দিন-দুপুরে মুদি দোকানে চুরি
পরবর্তী নিবন্ধপাত্রী খুঁজছেন নোবেল