নগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এলাকার হোম রেসিপি ফুডসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও নিবন্ধন সনদ ছাড়া পণ্য মোড়কজাত করা ও ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করার দায়ে এ জরিমানা করা হয়। গতকাল রবিবার এ অভিযানে নেতৃত্ব দেন জেল প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্র্রি খীসা। এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) শিমু বিশ্বাস ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
মো. জিল্লুর রহমান বলেন, বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি করার দায়ে হোম রেসিপি ফুডস নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।