সময় এসেছে পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের

বিশ্ব বসতি দিবসের সেমিনারে দোভাষ

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

জাতিসংঘ ঘোষিত বিশ্ব বসতি দিবস-২০২১ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ‘কার্বন নিঃসরণ: আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষিত’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। গতকাল রাববার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। সেমিনারের কি-নোট পেপার উপস্থাপন করেন চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান, বৈশ্বিক কার্বণ নিঃস্বরণ কীভাবে কমানো যায় তার উপর বিস্তারিত আলোচনা করেন সেমিনারের প্রধান আলোচক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দি ও চউক বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরান বক্তব্য প্রদান করেন। সেমিনারে চউক বোর্ড সদস্য মো. জসিম উদ্দিন শাহ্‌, কে.বি.এম. শাহজাহানসহ চউকের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি চউক চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, বিশ্বব্যাপী কার্বন ডাইঅঙাইড নিঃস্বরণের পরিমাণ বেড়ে যাওয়ায় সময় এসেছে পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এবং ভবন নির্মাণ ঠিকমত হচ্ছে কিনা তার প্রতি নজরদারী বাড়ানোর দরকার বলে অভিমত প্রকাশ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধএক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা