আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নেদভী এমপি বলেছেন, জ্ঞানকে বিভাজন করা পরিহার করুন, পরিস্কারগুলো বেছে নিন, আবর্জনা নয়। নিজের জন্যেই জ্ঞানার্জন করতে হবে। নবীজিকে (সঃ) উত্তম শিক্ষক হিসেবে পাঠানো হয়েছিল। অর্থাৎ উম্মাহর মাঝে জ্ঞানের সম্প্রসারণই ছিল লক্ষ্য। গতকাল রোববার সকালে আইআইইউসির স্টাফ ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন (এসডিএসডব্লিউডি) আয়োজিত তুরস্কের টার্কি দিয়ানাত ফাউন্ডেশনের (টিডিএফ) বৃত্তিধারী শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন তুরস্কের টার্কি দিয়ানাত ফাউন্ডেশনের বাংলাদেশস্থ কোঅর্ডিনেটর সেরকান অকসয় এবং স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডিএসডব্লিউডির অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদানের ক্ষেত্রে যে আর্থিক পৃষ্ঠাপোষকতা প্রদান করা হয় তার নজির বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। এই বৃত্তির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, তুরস্ক একটি সমৃদ্ধ দেশ, জ্ঞান এবং জ্ঞানীদের দেশ। তারা আমাদের দেশেও জ্ঞানার্জনে পৃষ্ঠপোষকতা করছে এ বড় আনন্দের বিষয়। বৃত্তিধারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান এ জন্যে যে, তারা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির মত একজন মেধাবী ও ডায়নামিক লিডারকে বিওটি চেয়ারম্যান হিসেবে পেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।