৫ দাবিতে আন্দোলনের ডাক চবি কর্মকর্তা-কর্মচারীদের

চবি প্রতিনিধি | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

পাঁচ দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ। এর আগে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের কাছে পাঁচ দাবিতে স্মারকলিপি দেন তারা। তখন বিষয়টি নিয়ে আলোচনার জন্য পাঁচদিনের সময় বেঁধে দেয় সংগঠন। গতকাল রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে চার দিনের কর্মসূচি ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদের মহাসচিব আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা পাঁচ দফা দাবি আদায়ে প্রশাসনকে পাঁচ দিন সময় দিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের দাবি না মানায় ১৮ অক্টোবর থেকে চার দিনের আন্দোলনে যাচ্ছি আমরা।’
কর্মসূচিতে আছে ১৮ অক্টোবর সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়, ১৯ অক্টোবর মানববন্ধন, ২১ অক্টোবর দুই ঘণ্টা কর্মবিরতি ও ২৪ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। তাদের দাবিগুলো হলো- প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, কর্মকর্তাদের ‘ডিউ ডেইট’ সুবিধা ফের চালু করা, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজন করে সময়োপযোগী করা, ওয়ারিশসূত্রে চাকরি নিশ্চিত করা।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে ‘প্যাস্টোরাল’ শিল্প প্রদর্শনীর উদ্বোধন
পরবর্তী নিবন্ধশিশু হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা এখন এভারকেয়ারে