বিশ্ব শোভন কর্মদিবস উদযাপন

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে গত ৭ অক্টোবর ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) ও বিটার যৌথ আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় শ্রমিকের অধিকার বিষয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে ব্রাইট বাংলাদেশ ফোরাম ও বিটার কর্ম এলাকার শ্রমিক ও যুব সদস্যদের একটি প্রতিনিধি দল কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে ডাইফ এর উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ-আল-সাকিব মুবাররাত বরাবরে একটি স্মরকলিপি হস্তান্তর করেন। আগ্রাবাদস্থ অফিসে স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানের প্রতিনিধি দলে ছিলেন কানিজ ফারহানা, সোহাইল উদ দোজা, শ্রমিকদের পক্ষে মো. মোসলেহ উদ্দিন, মনি বেগম, মো. শাহীন, যুবদের পক্ষে সুমি আকতার বৈশাখি, সানজিদা সুলতানা, মো. হুমায়ুন কবির, আরাফাত মেহরাব, আসলাম হোসেন, আরিফুর রহমান ও ইলা চৌধুরী। বাকলিয়া, মাদারবাড়ি, বঙিরহাট ও পাহাড়তলী এলাকার শ্রমিক ও যুব প্রতিনিধিরা শ্রমিকের অধিকার বিষয়ে দাবিসমূহ পেশ করেন। ডাইফ এর উপ-মহাপরিদর্শক দাবি গুলি বিবেচনায় নিয়ে উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা কাটগড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভিষেক