কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামে রাতের আঁধারে হামলা ও পাল্টা হামলার ঘটনায় দুইপক্ষ থানায় মামলা রুজু করেছেন। পাল্টাপাল্টি মামলায় দুইপক্ষের ২৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ২১৩ জনকে। এনিয়ে পাল্টাপাল্টি দুই মামলার আসামির সংখ্যা ২৩৮ জন। গতকাল শনিবার রাত পর্যন্ত দুই মামলার এজাহারনামীয় কোন আসামিকে গ্রেপ্তার করা যায়নি। পাল্টাপাল্টি মামলা রুজুর পর মৌলভীর চর ও জেলে পাড়ার (জালিয়া পাড়া) নারী-পুরুষ গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে থানায় মামলা দুটি রুজু করা হয়। তম্মধ্যে দুই নম্বর ওয়ার্ডের মৌলভীর চর গ্রামের বাসিন্দা ছাবের আহমদ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা রুজু করেন। অপরদিকে পাল্টা মামলা রুজু করেন জেলে পাড়ার শামসুল ইসলাম। তিনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং আরো ১৩ জনকে অজ্ঞাত আসামি করে পাল্টা মামলা রুজু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়া থেকে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ সশস্ত্রভাবে এসে হামলা চালায় একই ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামের বাসিন্দাদের ওপর। ঘটনার সময় হেলমেট পরিহিত সশস্ত্র সন্ত্রাসীরাও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে সাতজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়। তন্মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পাল্টা হামলায় আহত হয় প্রতিপক্ষের আরো কয়েকজন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।












