৫ কোটি টাকার স্বর্ণসহ আটক নিরাপত্তা কর্মী

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

৫ কোটি টাকারও বেশি দামের প্রায় ১০ কেজি স্বর্ণের বার নিয়ে মহিলাদের টয়লেট থেকে বের হয়ে আসার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একজন সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বড় ধরনের স্বর্ণের এই চালানটি চট্টগ্রামে নিয়ে আসা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বোর্ডিং ব্রিজ বন্ধ থাকায় ওই ফ্লাইটের সকল যাত্রী রানওয়ে থেকে হেঁটে ইন্টারন্যাশনালের ইমিগ্রেশন লাউঞ্জে প্রবেশ করেন। এই সময় ইমিগ্রেশন লাউঞ্জে পাশাপাশি মহিলাদের জন্য নির্ধারিত দুইটি টয়লেটের একটি থেকে বের হয়ে আসেন সিভিল এভিয়েশনের আমর্ড সিকিউরিটি গার্ড বেলাল উদ্দীন। তিনি ওই টয়লেট থেকে বের হয়ে সন্দেহজনকভাবে সামনের দিকে আসছিলেন। একটি বড় ধরণের স্বর্ণের চালান আসার খবরে আগে থেকে তৎপর থাকা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বেলাল উদ্দীনকে চ্যালেঞ্জ করেন। তিনি মহিলা টয়লেটে কেন ঢুকেছেন এবং কি করছিলেন প্রশ্ন করলে বেলাল উদ্দীন এলোমেলো উত্তর দিকে থাকেন। এনএসআই কর্মকর্তারা তার শরীর তল্লাশী করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। ৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এই স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।
বেলাল উদ্দীন স্বর্ণগুলো কোথায় পেয়েছেন জানতে চাইলে তিনি প্রথমে কোন তথ্য দেননি। পরবর্তীতে জানান যে, টয়লেটের ভিতরে তিনি স্বর্ণগুলো পেয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই কর্মকর্তা এবং শুল্ক গোয়েন্দারা পরবর্তীতে সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে, বেলাল উদ্দীনের আগে অপর একজন পুরুষ যাত্রী মহিলাদের জন্য নির্ধারিত টয়লেটে প্রবেশ করেছিলেন। ধারণা করা হয় যে, ওই পুরুষ যাত্রী স্বর্ণের চালানটি দুবাই থেকে নিয়ে এসে মহিলাদের টয়লেটে রেখেছেন এবং বেলাল উদ্দীন ওখান থেকে নিজেদের হেফাজতে নিয়েছেন। বেলালউদ্দীন চালানটি বিমানবন্দরের বাইরে কাউকে বুঝিয়ে দিতেন বলেও ধারণা করা হচ্ছে। তবে এই ব্যাপারে বেলাল উদ্দীন তাৎক্ষণিকভাবে মুখ খোলেননি। বেলাল উদ্দীন নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার জনৈক মোহাম্মদ বাদশা মিয়ার পুত্র।
ঘটনার ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমর্ড সিকিউরিটি গার্ড বেলালকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চালানটির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলেও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কয়েকদিনের মধ্যে আসতে পারে ফাইজারের টিকা
পরবর্তী নিবন্ধকর্মীদের সালাম নিতে কষ্ট হয়, সুন্দরীর সাথে দাঁত খিলিয়ে সেলফি তুলি : স্বপন