ভালো মানের গল্প ও নির্মাতা খুঁজছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে তার এই খোঁজ যতোটা না অভিনেত্রী হিসেবে, ততোধিক প্রযোজক হিসেবে। বাংলাদেশি সিনেমার আলোকচ্ছটা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় জ্যোতিকা জ্যোতির প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ‘রে হাউজ’। বৈশ্বিক মহামারির কারণে এটির বাহ্যিক কার্যক্রম থমকে ছিল মাঝের প্রায় দু’বছর। সমপ্রতি প্রতিষ্ঠানটির প্রথম পদক্ষেপের কথা জানালেন জ্যোতি। জানান, বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইকেল বালক’ তাদের প্রথম প্রজেক্ট। এরমধ্যে যার নির্মাণকাজ শেষ। ইতোমধ্যে কলকাতার অন্যতম প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ)-এর কাছে চলচ্চিত্রটির ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে। শিগগিরই চলচ্চিত্রটির স্যাটেলাইট ও হল রিলিজের ব্যবস্থাও করবে রে হাউজ। আর সেই ফাঁকে জ্যোতি চাইছেন কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে। এর জন্য খুঁজছেন বৈচিত্র্যপূর্ণ কিছু ভালো গল্প এবং মেধাবী চিত্রনাট্যকার ও নির্মাতাদের।