মৃত্যু মানেই জীবনের শেষ নয়। কারো কারো মৃত্যুই তাঁকে অমর করে তোলো। চে গুয়েভারা তাদের একজন। আমৃত্যু বিপ্লবী চে গুয়েভারা। তাঁকে হত্যা করার পর তিনি হয়ে ওঠেন বিশ্বময় অসংখ্য তরুণের স্বপ্নের নায়ক, বিপ্লবের জীবন্ত ‘আইকন’। তিনি বিশ্বে সমাজতান্ত্রিক বিপ্লবের এক অবিসংবাদিত নেতা। মার্কসবাদী, চিকিৎসক, লেখক, গেরিলা নেতা ও কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব হিসেবে তাঁর খ্যাতি দুনিয়াজোড়া। তিনি লাতিন আমেরিকার মানুষদের দেখিয়েছেন নতুন দিনের স্বপ্ন।
চে’র পুরো নাম এর্নেস্তো গেবারা দেলা সেরনা। জন্ম ১৯২৮ সালের ১৪ জুন লাতিন আমেরিকার আর্জেন্টিনায়। পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক। ১৯৫৩ সালে তিনি বুয়েনস আয়ারস মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। কিন্তু তাঁর রক্তে ছিল বিপ্লবের অদম্য নেশা, চোখে স্বপ্ন লাতিন আমেরিকাকে সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত করার। চে’র আদর্শ ছিল চিলির বামপন্থী কবি পাবলো নেরুদা। ১৯৫৪ সালে মেক্সিকোয় তাঁর পরিচয় হয় বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সাথে। এ সময় তিনি যোগ দেন কাস্ত্রোর বিপ্লবী দলে। কিউবার রাজধানী হাভানা দখলের লড়াইয়ে চে কাস্ত্রোর দলের সদস্য হয়ে কাজ করেন। ১৯৫৯ সালে বাতিস্তার পরাজয়ের মাধ্যমে ক্ষমতাসীন সরকার অবলুপ্ত হলে কাস্ত্রো সরকার গঠন করেন। এ সময় চে শিল্প মন্ত্রীর দায়িত্বে থেকে অর্থনীতি ও কৃষির সমাজতন্ত্রীকরণে বিশেষ ভূমিকা রাখেন। শান্তিপূর্ণ শাসনকাজ তাঁকে স্থিরতা দেয় না। কিউবা ছেড়ে লাতিন আমেরিকার অন্য ভূ-খণ্ডে চলে আসেন চে এবং আত্মগোপনে থেকে গেরিলা যুদ্ধ শুরু করেন। ১৯৬৫ সালের পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায় নি। ১৯৬৭ সালে বলিভিয়ার এক জঙ্গলে বিপ্লবী গেরিলা বাহিনি সহ চে বলিভীয় সেনাবাহিনির হাতে ধরা পড়েন। সে বছরই ৯ অক্টোবর এই মহান বিপ্লবীকে নির্মমভাবে হত্যা করা হয়। মৃত্যুর পর কেটে নেওয়া হয়েছিল তাঁর হাত দুটো। সামরিক সরকার তাঁর লাশও সরিয়ে ফেলে অজ্ঞাত স্থানে। ১৯৯৭ সালে কিউবা ও আর্জেন্টিনার বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে উদ্ধার করে হাত বিহীন চে-র কঙ্কাল। কিউবানরা সেদিন কেঁদেছিল অঝোর ধারায়। চে গুয়েভারা রচিত দুটি বিখ্যাত গ্রন্থ ‘গেরিলা ওয়ারফেয়ার’, এবং ‘গেরিলা ওয়ার ফেয়ার: এ মেথড’।