ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় টেকনাফে ৫ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৯:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। পুলিশের দাবি তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে জাদিমুড়া ক্যাম্প-২৭ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ডাকাতি প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে রোহিঙ্গা ডাকাত ক্যাম্প-২৬, শালবাগানের সি/৬ ব্লকের মাে. খলিলের ছেলে সৈয়দ নূর (২৮), মৃত বদি আলমের ছেলে নূর বসর প্রকাশ জাহাঙ্গীর (২২), ক্যাম্প-২১ চাকমারকুল সি/১-ক্লকের ১৬-নং ঘরের মৃত নূর আহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (৩২), নয়াপাড়া ক্যাম্প জি/১-ব্লকের মাে. জকরিয়ার ছেলে মাে. সাকের (২৭) ও দিল মােহাম্মদের ছেলে আবু তালেবকে (৩০) দেশীয় তৈরি বিভিন্ন সাইজের ছয়টি রামদা, কিরিচ সহ গ্রেফতার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে আরও ১২ জন ডাকাতের নাম-ঠিকানা জানায় এবং তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক আজ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে জানান, আটক ৫ জন সহ এজাহারনামীয় মোট সতেরজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আটক রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে আজ শুক্রবার বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর সেই অফিস সহকারী বদলি
পরবর্তী নিবন্ধমুহিবুল্লাহ হত্যাকাণ্ড ‘অনাকাঙ্ক্ষিত’