চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, বাংলাদেশ দাবা ফেডারেশন ও চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় মুজিব শতবর্ষ সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ শুরু হয়েছে গতকাল। বিকেলে সিজেকেএস জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লিগের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ববিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চট্টগ্রামের পুলিশ সুপার ও সিজেকেএস সহ-সভাপতি এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য তানভীর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, মো. লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, রাশেদুর রহমান মিলন, এম.এ মুছা বাবলু, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান, কামরুল ইসলাম প্রমুখ। এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে ৮টি এবং প্রথশ বিভাগ লিগে ৩৩ টি দল অংশ গ্রহণ করেছে। দুই বিভাগে মোট ২০৮ জন দাবাড়ু অংশ গ্রহণ করছে।