চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। তারা দেশের যে অবস্থা তৈরি করেছেন, তাতে মানুষের জীবন জীবিকার কোনো নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস, সন্ত্রাস, ছাড়া আর কোনো কিছুই নেই। তাই মানুষ এখন এ সরকার থেকে মুক্তি চায়। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাকলিয়া থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার মানুষের সাংবিধানিক সকল অধিকার ক্ষুন্ন করেছে। গণমাধ্যমের মুখ বন্ধ করতে সরকার এখন নানা কালাকানুন করছে। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বাকলিয়া থানা বিএনপির সি. সহসভাপতি এম.আই চৌধুরী মামুনের সভাপতিত্বে ও নগর বিএনপির সাবেক গণশিক্ষা সম্পাদক ইব্রাহিম বাচ্চু ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীরের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম সাইফুল আলম, এস.কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম। বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা ইসহাক চৌধুরী আলীম, আমিন মাহমুদ, অধ্যক্ষ খোরশেদ আলম, মো. শাহজান, হাশেম সওদাগর, ইউনুছ চৌধুরী হাকিম, আলী ইউসুফ, এস এম সেলিম, এম.এ ছবুর, রেজিয়া বেগম মুন্নী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।