করোনা পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর সীমিত আকারে সশরীরে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)। গতকাল (৭ অক্টোবর) সকালে সিভাসু উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে উপস্থিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এমনিতে দেড় বছর পর সশরীরে ক্লাসে আসা, তার উপর উপহার হিসেবে ফুল পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স, এমপিএইচ এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। প্রথমদিনে শিক্ষার্থীরা ব্যবহারিক ও তত্ত্বীয় ক্লাসে অংশ নিয়েছেন। গত ৫ অক্টোবর এসব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হয়।
এদিকে, আগামী ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষার্থীদের সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে। এর আগে ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। তবে হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। আর স্বাস্থ্য বিধি মেনেই ক্লাসে অংশ নিতে হবে শিক্ষার্থীদের।