ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে দ্বন্দ্ব

কক্সবাজার সদর ছাত্রলীগ সভাপতিকে মারধর

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা (২৫) কে মারধর করেছে জেলা সভাপতির অনুসারীরা। ছাত্রলীগের ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। গত বুধবার রাতে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তামজিদের ওপর হামলা করা হয়। পরে স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত ছাত্রলীগ সভাপতি তানজিদ দাবি করেন, হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে প্রায় দেড় লাখ টাকা ও মোবাইলসহ মূল্যবান পণ্য সামগ্রীও নিয়ে গেছে। সংগঠনকে গতিশীল করতে সম্প্রতি কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন তিনটি ইউনিয়নের কমিটি ঘোষণা করি। আমি (সভাপতি) ও সম্পাদক মিলে এ কমিটি ঘোষণা করি। কিন্তু জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইন তাকে না বলে কেন এসব ইউনিটে কমিটি গঠন করা হয়েছে তা নিয়ে ফোনে আমাদের বকাঝকা করেন। জেলা সভাপতির অনুসারী সাদমান, আরিফ, মুন্না ও শিহাবসহ আরও বেশ কয়েকজন এ হামলায় অংশ নেয়।
ফোনে বকাঝকা করার কথা স্বীকার করলেও তার নির্দেশে হামলা হওয়ার বিষয়টি অস্বীকার করেন জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন। তিনি বলেন, আমাকে না জানিয়ে হামলা করা হয়েছে। হামলায় যারা অংশ নিয়েছে বলে শুনেছি, তারা আমার সাথে থাকে-এটা ঠিক, তবে আমি তামজিদকে মারতে তাদের পাঠাইনি। তিনি আরো বলেন, আমি হামলা করালে অপরিচিত কাউকে দিয়ে করাতাম। এই ঘটনা তৃতীয় কোন পক্ষের কারসাজি। আমি ঢাকায় রয়েছি, কক্সবাজার ফিরে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতির উপরে হামলার বিষয়ে একটি এজাহার পেয়েছি। ছাত্রলীগের আরেকটি পক্ষও একটি এজাহার দিয়েছে। ঘটনা যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরামগড়ে নৌকার মনোনয়ন পেলেন কামাল