বাঁশখালীতে ৫ অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালী থেকে ৫টি অস্ত্রসহ নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যা (৩৮) নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে দুইটি এসবিবিএল (স্মুথ বোর ব্রিচ লোডিং) গান, দুইটি ওয়ানশুটার গান এবং একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। গত বুধবার দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ বাঁশখালীর দক্ষিণ সরল হাজিরখিল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। রাতেই তাকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের বাইরেও নানান অপরাধের ঘটনায় জড়িত গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ।

পূর্ববর্তী নিবন্ধদুর্গোৎসব উদযাপনে সিএমপির ৩৪ নিদের্শনা
পরবর্তী নিবন্ধইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে দ্বন্দ্ব