পতেঙ্গার কাছে ডুবেছে স্ক্র্যাপ বোঝাই লাইটার জাহাজ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:০৯ অপরাহ্ণ

পতেঙ্গা সৈকতের অদূরে হলুদ বয়ার কাছে ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

ইস্পাত শিল্পের কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই জাহাজটি আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় পড়ে। বাংলানিউজ

এ সময় তীর থেকে লাইটার জাহাজে পারাপারের বোটে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন ডুবন্ত জাহাজটির ১৩ নাবিক।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম বলেন, “এমভি টিটু-৭ নামের লাইটার জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা ছিল। পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে জাহাজটি ডুবে গেছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। জাহাজটির বিপদ দেখে পারাপারের একটি বোট গিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে।”

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে দেশী-বিদেশী জাহাজ চলাচলের যে চ্যানেল আছে তার থেকে দূরে দুর্ঘটনাকবলিত হয়েছে। তাই জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে নুর মোহাম্মদকে আটক করেছিল র‌্যাব
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বিলাইছড়ির দুর্গম বড়থলি ইউনিয়নে করোনার গণটিকা