মুজিব শতবর্ষ ও শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদরঘাট থানার আওতাধীন কলেজিয়েট স্কুল দলের অনুশীলন ও জার্সি উদ্বোধন আবু তারেক রনির সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ছাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ নং মাদারবাড়ী ওয়ার্ড এর কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, ২৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩১ নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে সালাউদ্দিন আহম্মেদ, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সানা উল্লাহ, এস আই রনি তালুকদার, আবুল হাসেম মিঠু, মোহাম্মদ আলমগীর, সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ এর টিম ম্যানেজার শরীফ আহমেদ, শাহরিয়ার হাসান, ফয়সাল সাব্বির, সাইমুল করিম রাজু, কামাল খান, অশোক দাশ, মো. খোকন, মো. সোহাগ, মো. হানিফ, মো. রাজ্জাক, এস এম বিশাল, রাজীব শীল, মো. আরাফ, সরোয়ার, আলিফ সহ নেতৃবৃন্দ।