চবিতে কর্মকর্তার পদ থেকে শিক্ষকদের প্রত্যাহারসহ ৫ দাবি

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি

চবি প্রতিনিধি | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

প্রশাসক পদ বাতিল, কর্মকর্তাদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনী বোর্ড বাস্তবায়ন, ডিউ ডেট বহাল, ওয়ারিশসূত্রে চাকরি নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মকর্তা-কর্মচারী যৌথ সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের কাছে এ স্মারকলিপি দেন তারা। এ বিষয়ে ১০ অক্টোবরের মধ্যে প্রশাসন ফলপ্রসু আলোচনায় না আসলে কর্মসূচি দেওয়া হবে জানিয়েছে সংগঠনটি। এ সময় পরিষদের আহ্বায়ক ও চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, মহাসচিব ও চবি কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী, যুগ্ম মহাসচিব ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘সিআরবির প্রাণ প্রকৃতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে’
পরবর্তী নিবন্ধ‘প্রিয়জন প্রিভিলেজ কার্ড’ চালু করলো এভারকেয়ার হসপিটাল