আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সম্প্রতি আমেরিকা সফর শেষে ফিরেছেন। গতকাল মঙ্গলবার তিনি ১৩ নং মায়ানী ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতার কবর জেয়ারত শেষে ফেরার সময় সাবেক এক মেম্বার এলাকার কতিপয় ব্যক্তির বিষয়ে তার কাছে নালিশ করেন। এমপি চলে যাওয়ার পর ওই মেম্বারসহ ৫ জনকে পিটিয়েছে প্রতিপক্ষ। এরপর উক্ত ঘটনাকে কেন্দ্র করে আবুতোরাব বাজারে দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় আরো ৭ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বারের কবর জেয়ারত করতে যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফেরার সময় প্রবীণ আওয়ামীলীগ কর্মী ও সাবেক মেম্বার বদিউর রহমান স্থানীয় বিভিন্ন বিবাদের বিষয়ে এমপির কাছে নালিশ করেন। এমপি অভিযোগ খতিয়ে দেখবেন বলে বিদায় নেন। এমপি চলে যাওয়ার পর কতিপয় ব্যক্তি বদিউর রহমান ও তাকে সমর্থনকারী ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক, প্রয়াতের পুত্র শরফুদ্দিন, যুবলীগ নেতা রিপনসহ ৫ ব্যক্তিকে পিটিয়ে আহত করে। অহিদ ও মোজাম্মেলের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মায়ানীর ঘড়ি মার্কেটের ফিরোজ ডাক্তারের দোকানে আত্মগোপন করা রিপন কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বদিউর রহমানকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র কর আবুতোরাব বাজারে বিকালে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বলেন, এতে আবুতোরাবে ছাত্রলীগের ফারুক, নোমান, রিয়াদ, শামসুদ্দোহা মেম্বার, সুলন, মামুন ও সুমন আহত হন।
মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আবুতোরাব ও মায়ানী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।