বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ‘ক্লিন ফিড’ সরবরাহ করে এমন ২৪টি টেলিভিশন চ্যানেলের তালিকা থেকে স্টার স্পোর্টস, টেন স্পোর্টস, ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারিসহ ১১টি চ্যানেল বাদ দিয়েছে সরকার; সরকারি নির্দেশনা পাওয়ার পর সেই চ্যানেলগুলোর সমপ্রচার বন্ধ রেখেছেন পরিবেশক ও কেবল অপারেটরররা। তারা বলছেন, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশ পাওয়ার পরপরই তারা সে অনুযায়ী চ্যানেলগুলো বন্ধ রেখেছেন। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার রাত আটটার পর থেকে তালিকা থেকে বাদ দেওয়া চ্যানেলগুলোর সমপ্রচার বন্ধ রয়েছে। এর আগে সোমবার বিকালে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় থেকে ‘ক্লিন ফিড’ প্রচার করে এমন ২৪টি চ্যানেলের তালিকা পাওয়ার পর বেশ কয়েকজন কেবল অপারেটর জানান, স্টার স্পোর্টস, টেন স্পোর্টস, এম টিভি, ডিসকোভারিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার হয়।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গতকাল বিকালে পূর্বের তালিকা থেকে টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৪ চ্যানেল বাদ দেয় তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়।
বর্তমানে সমপ্রচারে থাকা বিদেশি চ্যানেলগুলোর মধ্যে রয়েছে-বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডাব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, দূরদর্শন ইত্যাদি।












