হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জরিমানা

ভ্রাম্যমাণ অভিযান

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৮:১৯ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসদরস্থ কাচারী সড়কে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর গাড়ি পার্কিংসহ অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলমে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়।সেই সাথে ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তোলার কারণে ১৬ জন দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়কে সিএনজিচালিত অটোরিকশা পার্ক করার দায়ে চালকদের থেকে ৯শ’ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ইউএনও ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম বলেন, “গত ১৫ দিন আগে মাইকিং করে সকল ব্যবসায়ীকে অবগত করেছি। অবগত করার পরও তারা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযানকালে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে পার্ক করার দায়ে ২টি সিএনজিচালিত অটোরিকশাকে জরিমানা করা হয়।”
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় পৌর সচিব বিপ্লব চন্দ্র মুহুরী, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, পৌর লাইন সুপারভাইজার মো. মনোয়ার হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পর্যটকবাহী নৌকা ডুবি
পরবর্তী নিবন্ধচবিতে সশরীরে ক্লাস ৬ নভেম্বর থেকে