লায়ন্স চক্ষু হাসপাতালকে আধুনিকায়নের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা ও অপারেশন সেবার মানোন্নয়নে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২১-২০২২ মেয়াদের গভর্নিং বডির চতুর্থ সভা গত শনিবার লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রাক্তন ডিষ্ট্রিক্ট গভর্নরদের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম. এ. মালেক, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, ফাউন্ডেশনের ভাইস- চেয়ারম্যান লায়ন কামরুন মালেক এবং ২য় ভাইস-ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন আলহাজ্ব এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাক্তন ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন নাসির উদ্দিন চৌধুরী।
সভায় লায়ন্স চক্ষু হাসপাতালকে একটি বিশ্বমানের ও বিশেষায়িত আধুনিক হাসপাতাল গঠনে এবং হাসপাতালকে আধুনিকায়নের মাধ্যমে ইনস্টিটিউট পর্যায়ে উন্নীতকরণে গত ২৭ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট কমিটি ও চক্ষু বিশেষজ্ঞদের মতবিনিময়ে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বক্তব্য রাখেন লায়ন এম. এ. মালেক, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, ২য় ভাইস-ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরীসহ সিনিয়র লায়ন নেতৃবৃন্দ। সভায় বক্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান
লায়ন নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের প্রশংসা করেন এবং প্রস্তাবিত পদক্ষেপ সমূহ বাস্তবায়িত হলে হাসপাতালে আগত হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত, অসচ্ছল চক্ষুরোগীরা বিশ্বমানের চিকিৎসা ও অপারেশন সেবা পেতে সক্ষম হবেন বলে মন্তব্য করেন। পরিশেষে ফাউন্ডেশনের ভাইস- চেয়ারম্যান লায়ন কামরুন মালেক ধন্যবাদসূচক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












