যুক্তি ও পাল্টা যুক্তির আলোকে জমে উঠে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত চিটাগাং ওপেন ২.০ এর চূড়ান্ত পর্বে বিতর্ক। দেশ সেরা বিতার্কিকদের এই বিতর্ক অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গত ২ অক্টোবর প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াশিকা আয়শা খান। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, কাউন্সিলার শৈবাল দাশ সুমন, সর্দার নওশাদ ইমতিয়াজ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা। বক্তব্য দেন, দৃষ্টির সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত ও দপ্তর সম্পাদক মুন্না মজুমদার। ওয়াশিকা আয়শা খান এমপি বলেন, বিতর্ক চর্চা এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দৃষ্টি চট্টগ্রাম। যুক্তিবোধ মনুষ্যত্বের বিকাশ ঘটায়। স্বপ্নকে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মের।
শেষে অতিথিবৃন্দ বিতর্ক ও স্কুল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সিনহা ইবনে হুমাযূন, মোহাম্মদ নাসির উদ্দিন ও আইমান উল সাইফার সমন্বয়রে গঠিত বিতর্ক দল সুবর্ণ এঙপ্রেস। রানার আপ হয়েছে রাফিউল ইসলাম, মোহাম্মদ আবু ফয়সাল ও সাঈদ বিন মহিউদ্দিনের সমন্বয়ে গঠিত চিটাগাংগা পোয়া। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের ২৪ জন প্রাক্তন বিতার্কিক ও বর্তমানের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন বিতার্কিকদের সমন্বয়য়ে ২৪টি দল এই উন্মুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।