চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১১৫.৩৫ কোটি টাকা। মোট ২৪,৯৬০ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৫৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৯৪ পয়েন্ট কমে দাঁড়ায় ২১,৪৭৩.১৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯২.২৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ২.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮২.৩০ তে। সিএসইমেঙ সূচক ১৭৩.৬২ বেড়ে দাঁড়িয়েছে ১২৩২.৮১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৫,৭২৫.৭১ টি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৯৩২.০৪ কোটি টাকায়। সিএসইতে ৩৫৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, কমেছে ২৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির। প্রেস বিজ্ঞপ্তি।