জান্নাতুল মাওয়া মোহনা। বয়স সবে দশ বছর। ৫ম শ্রেণি পড়ুয়া এই ছাত্রীর শরীরে বাসা বেঁধেছে ভয়ানক ব্যাধি ক্যান্সার। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসা চলছে তার। চিকিৎসা বাবদ ৬-৭ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু অর্থাভাবে দরিদ্র মা-বাবার পক্ষে মেয়ের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। তাদের পক্ষে এত টাকা যোগাড় করাও সম্ভব নয়। নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকার মোক্তার আহম্মেদ ও সামশুন নাহার দম্পতির মেয়ে মোহনা। চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে মেয়েকে বাঁচাতে হৃদয়বান ও সমাজের বিত্তশালীদের প্রতি আকুতি জানিয়েছেন মোহনার মা-বাবা।
সাহায্য পাঠানো যাবে : ০১৬৪৬-২২০৬৫১ (বিকাশ), ০১৫৭১-০০১৪৬৪ (নগদ), ০১৭৮৮-৩৬০৬০৭ (রকেট) এসব নম্বরে ।