চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনের শেষ মুহূর্তে ২১ জন কাউন্সিলর প্রার্থী বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনের মতো গতকাল রোববারও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত ছিলেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের গণসংযোগের গতি ততই বাড়ছে। আগামীকাল রাত ১২ টার পর থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা।
মো. সামশেদ নেওয়াজ (ঘুড়ি প্রতীক): চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. সামশেদ নেওয়াজের পক্ষে প্রতিদিনের মতো গতকাল রোববারও চকবাজার এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী গতকালও দুপুর ২টার পর থেকে চকবাজার ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে মো. সামশেদ নেওয়াজ রনী তার কর্মী-সমর্থকদের নিয়ে ঘুড়ি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তাঁর সাথে ছিলেন মো. আলমগীর, সন্দ্বীপন দত্ত মান্না, কুতুবউদ্দিন, তসলিম উদ্দিন, মানিক, ইকবাল, রাব্বি, বাপ্পা, শানু।
নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া): চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে মিস্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর পক্ষে গতকাল রোববার দুপুরে চকবাজার শ্রমিকলীগের উদ্যোগে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে মিষ্টি কুমড়া প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী নূর মোস্তফা টিনুর সহধর্মিনী শাহনাজ আকতার। এতে আরো বক্তব্য রাখেন দেবাশীষ চৌধুরী, শ্রমিক লীগ নেতা বিপ্লব দে, মো সিরাজুল ইসলাম, মো জয়নাল আবেদীন, নাহিদুল ইসলাম জাবেদ, আলাউদিন আরিফ, রিয়াজুল ইসলাম, মো ফখরুল আলম, নূর ইয়াছিন চৌধুরী প্রমুখ।
দেলোয়ার হোসেন ফরহাদ (প্রতীক রেডিও): চকবাজার ওয়ার্ডের নির্বাচনে রেডিও প্রতীকে নির্বাচন করছেন দেলোয়ার হোসেন ফরহাদ। প্রতিদিনের মতো গতকালও তিনি তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে চকবাজারের পোস্ট অফিস গলিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন মোহাম্মদ ইউনুস মিয়া, মোহাম্মদ ইদ্রিস, মো. শাহ আলম, আলমগীর হোসেন, জাহিদ ইমাম, সাইফুল, নুরুন্নবী প্রমুখ।
মো. নাজিম উদ্দীন (প্রতীক-কাচি): চকবাজার ওয়ার্ডে কাচি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. নাজিম উদ্দিন প্রতিদিনের মতো গতকাল তার কর্মী-সমর্থকদের নিয়ে কাচি প্রতীকের পক্ষে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এসময় তাঁর সাথে ছিলেন সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হক, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম, প্রবীর দাশ, সাইফুল ইসলাম, রাশেদুজ্জামান চৌধুরী শিমুল, আলমগীর সবুজ, মোজাম্মেল হক সোহাগ, মোরশেদ কুতুবী, ফরমান আলী প্রমুখ।