হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারীর (রহ.) বার্ষিক ওরশ ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গণে ১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল- রওজা শরীফ গোসল, কোরআন খতম, খতমে গাউছিয়া, তাউল্লাদে গাউছিয়া, মিলাদ মাহফিল। এতে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন মির্জাপুরি, ফরহাদাবাদ দরবার শরীফের শাহাজাদা সৈয়দ ফয়জুল হক আসিফ, মতি ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা আনোয়ার শাহ, ধলই আমিনুল হক পানি শাহ দরবার শরীফের শাহাজাদা সৈয়দ এমদাদুল হক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির হাফেজ মাওলানা আবুল কাশেম, দিদারুল আলম, জয়নাল আবেদিন জুলু, আলমগীর আলম, মাস্টার দিদারুল আলম, মাহাবুল আলম, আলী নেওয়াজ, আনিস উদ্দিন সোহেল, মাস্টার মো. নাছির উদ্দিন, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, শেখ মাকসুদুর রহমান দুলাল, আবুল হাসেম, আশফাকুর রহমান বিপ্লব, ডা. বরুন কুমার আচার্য বলাই, কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।