লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর অক্টোবর সেবা মাস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। নগরীর জিইসি কনভেনশন সেন্টার থেকে বিকেল ৪টা নাগাদ এই র্যালি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। স্বাস্থ্যবিধি মেনে র্যালিতে নানা রঙ- বেরঙের বর্ণিল প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে অংশ নেন বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা। করোনা সংক্রমণ, মাদক, পরিবেশ, প্রতিবন্ধী, ট্রাফিকসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হয় র্যালির মাধ্যমে।
জিইসি কনভেনশন থেকে শত শত লায়ন ও লিও সদস্য র্যালি নিয়ে যাত্রা করেন। ব্যান্ডের তালে তালে র্যালিতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। র্যালিতে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. সিরাজুল হক আনসারী, কেবিনেট সেক্রেটারি লায়ন এস.এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. ওসমান গণি, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন সৈয়দ কামরুল ইসরাম পারভেজ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, র্যালি কমিটির চেয়ারম্যান লায়ন মির্জা মো. আকবর আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারম্যান ১ ও অক্টোবর সেবা সপ্তাহ কমিটির সেক্রেটারী লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জোন চেয়ারম্যান-১ ও অক্টোবর সেবা সপ্তাহ কমিটির ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ, র্যালি কমিটির সেক্রেটারি ও লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নুর মোহাম্মদ বাবু, র্যালি কমিটির ট্রেজারার ও লিও ইয়ুথ এঙচেঞ্জ চেয়ারম্যান লায়ন মো. মাইনুদ্দিন মাইনু, লায়ন মো. হারুন ইউসুফ, লায়ন মো. নজরুল ইসলাম, লায়ন কোহিনুর কামাল, লায়ন আরিফ আহমেদ, লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন আলহাজ্ব নুরুল আলম, লায়ন শওকত আলী চৌধুরী, লায়ন রাজীব সিনহা, লায়ন ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, লায়ন একেএম মুকিত, লায়ন নিশাত ইমরান,লায়ন হাসান আকবর, লায়ন তারেক কামাল, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, সেক্রেটারি লিও আতিক শাহরিয়ার, ট্রেজারার লিও ইসমাইল বিন আজিজ আলভী, জয়েন্ট লিও সেক্রেটারী জাহিদ, জয়েন্ট লিও ট্রেজারার ফারুক ও লিও বাপ্পী প্রমুখ।