আগ্নেয়গিরির শক্তিতে বিটকয়েন মাইনিং শুরু এল সালভাদরে!

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

আগ্নেয়গিরি থেকে উৎপাদিত শক্তি বিটকয়েন মাইনিংয়ে ব্যবহার করছে এল সালভাদর। এ প্রক্রিয়ায় ০.০০৫৯৯১৭৯ বিটকয়েন বা ২৬৯ ডলার মাইন করা হয়েছে বলে জানা গেছে। সমপ্রতি খবরটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে। খবর বিডিনিউজের।
সেপ্টেম্বরের সাত তারিখ থেকে এল সালভাদরে সরকার স্বীকৃত অনুমোদিত মুদ্রা হিসেবে যাত্রা শুরু করেছে বিটকয়েন। হিসেবে ‘বৈধ টোকেন’ বিটকয়েনের প্রচলন করা বিশ্বের প্রথম দেশ এটি। গত সপ্তাহে টুইটারে ২৫ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট। ওই ভিডিওতে দেখা গেছে, বিটকয়েন মাইনিং যন্ত্রাংশে পরিপূর্ণ সরকারি মোহর লাগানো শিপিং কনটেইনার। পাশাপাশি, কারিগরি লোকদের দেখা গেছে এএসআইসি মাইনার সংযুক্ত করতে ও ইনস্টল করতে। তাছাড়া আগ্নেয়গিরির পাদদেশে অরণ্যের মধ্যে থাকা এনার্জি ফ্যাক্টরিও উঠে এসেছে হয়েছে ভিডিওতে। ভিডিওটি দেখা হয়েছে ২৩ লাখ বারেরও বেশি। ক্যাপশনে শুধু লেখা প্রথম ধাপগুলো। এর আগে জুনে বুকেলে বলেছিলেন, আমাদের আগ্নেয়গিরি থেকে সস্তা, শতভাগ পরিষ্কার, শতভাগ পুনঃব্যবহারযোগ্য বিটকয়েন মাইনিংয়ের জন্য স্থাপনা গড়ার পরিকল্পনা তৈরি করতে বলেছি রাষ্ট্রীয় মালিকানাধীন ভূ-তাপীয় বৈদ্যুতিক প্রতিষ্ঠান ‘লাজিও এসএ ডে সিভি’ কে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াটস অ্যাপ না খুলেই চ্যাটের ছবি ভিডিও দেখবেন যেভাবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবলের সেমিফাইনালে চট্টগ্রাম