মনে লাগে দোল
শরতের কাশফুল
আলো ছায়ার খেলা
কেটে যায় বেলা
মৃদুমন্দ বাতাসে
নীল রং আকাশে ,
মাঝিমাল্লা গাই গান
পাখির কলরব ঐকতান
শরতের আলো অঞ্জলি
ভোরে মন ওঠে চঞ্চলি
কামিনী ফুলের ঘ্রাণ
মন করে আনচান
শিশিরের বিন্দু বিন্দু জল
মাঠে ঘাটে আলো ঝলমল
ঋতুর রাণী শরতের রূপ
শরত তুমি সত্যিই অপরূপ।