আগ্রাবাদে সাত তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৬:২২ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে সিজিএস কলোনিতে কাজ করার সময় ৭ তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আরাফাত(২০) বলে জানা গেছে।

আজ শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রয়েল অ্যাসোসিয়েটর বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ

মৃত মো. আরাফাত গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) নুরুল আলম আশিক বলেন, “আরাফাত নামে এক নির্মাণ শ্রমিক ভবনের সাত তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমিরসরাইয়ে মাথায় জখম সহ বৃদ্ধের মরদেহ উদ্ধার