রাঙ্গুনিয়ায় সড়কে গাছ উপড়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ উপড়ে পড়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজ শনিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়ার বুড়ির দোকান এলাকায় এই ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করলে দুপুর ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিন দেখা যায়, ভারী বর্ষণে কাপ্তাই সড়কের বুড়ির দোকান এলাকায় সড়কের উত্তর পাশের একটি বড় শিমুল গাছ শিকড় উপড়ে সড়কের উপর পড়ে যায়। এতে রাস্তা বন্ধ হয়ে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন কয়েক কিলোমিটার দীর্ঘজটে আটকা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে ডালপালা কেটে এবং স্থানীয়দের সাহায্যে করাত দিয়ে কেটে গাছটি সড়ক থেকে অপসারণ করে।

ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, “ভারী বর্ষণে মাটি নরম হয়ে যাওয়ায় শিমুল গাছটির শিকড় উপড়ে পড়ে গেছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করি। দীর্ঘ দুই ঘন্টার চেষ্টায় সড়ক থেকে গাছটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধচবির ডেপুটি রেজিস্ট্রারকে মাদকাসক্ত ছেলের মারধর
পরবর্তী নিবন্ধকরোনায় দিনে শনাক্ত ছয়শয়ের নিচে