দেশে দিনে শনাক্ত করোনাভাইরাসের রোগীর সংখ্যা ছয়শয়ের নিচে নেমেছে যা গত সাড়ে ৪ মাসে সর্বনিম্ন।
আজ শনিবার (২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। বিডিনিউজ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৫৮৯ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭।
এই সময়ে মারা গেছে ২৪ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৫৫।
গত এক দিনে সেরে উঠেছে ৭৪১ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।