অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর বার্ষিক মুখপত্র প্রকাশনা অনুষ্ঠান গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সঞ্চালনা করেন অ্যাডভোকেট জিকু বড়ুয়া। উদ্বোধক ছিলেন লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন রম্যলেখক সত্যব্রত বড়ুয়া, আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, কবি ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া। বক্তব্য দেন, অনোমার ভারপ্রাপ্ত মহাসচিব সুজন কুমার বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, দীপায়ন বড়ুয়া। পাঠ প্রতিক্রিয়ায় বক্তারা বলেন বলেন, অনোমা সকল শ্রেণির পাঠকের কাছে সমাদৃত। বইপড়ার মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। সম্পাদক আশীষ কুমার বড়ুয়ার অকাল প্রয়াণে পাঠকের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি, তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা স্বাক্ষর রাখার জন্য আজকের এই প্রকাশনা অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।