কক্সবাজারের টেকনাফে তিন কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। র্যাব-১৫ কঙবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, গতকাল শুক্রবার বিকালে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন অলিয়াবাদ এলাকায় এ অভিযান চালানো হয়। র্যবের ভাষ্য, আটক আব্দুল লতিফ (৬৪) রোহিঙ্গা হলেও তিনি টেকনাফ পৌরসভার অলিয়াবাদের একটি ভাড়া বাড়িতে থাকেন। তার বাবা প্রয়াত তাজু মুল্লুক। খবর বিডিনিউজের।
উইং কমান্ডার আজিম বলেন, বিকালে অলিয়াবাদ এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। এ সময় লোকটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় তিন কেজি ক্রিস্টাল মেথ বা আইস। উদ্ধার করা এসব মাদকের মূল্য তিন কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আজিম।












