সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ের মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচই মাকাওয়াদী সুমিতমো। স্বাক্ষাতকালে তাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এসময় থাই রাষ্ট্রদূত চট্টগ্রাম নগরীর প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রশংসা করে বলেন, আমরা এই নগরীকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সহযোগিতার হাত প্রসারিত করতে চাই। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, সমুদ্র, পাহাড়, নদী ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। চট্টগ্রামে এলে যে কেউ চট্টগ্রামের রূপে বিমোহিত হয়। নগরীর এই সৌন্দর্য ধরে রাখতে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে কাট্টলী লিংক রোডে ওশান পার্ক, এমিউজমেন্ট পার্ক ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছি। তিন প্রকল্পে থাইল্যান্ডের সহযোগিতার জন্য থাই রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মেয়র। প্রেস বিজ্ঞপ্তি।