চট্টগ্রামে আরও ৪৪ জন শনাক্ত

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একটানা ১৪ দিন করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ৩ রোগীর মৃত্যু হয়। করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত গতকালে প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর সরকারি-বেসরকারি বারো ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল বুধবার চট্টগ্রামের ১ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে শহরের ২৪ ও ছয় উপজেলার ২০ জন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের টাওয়ারে যুবকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধহালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার