কাশিমপুর কারাগারে আসামি ও বাদীর বিয়ে

বর সাতকানিয়ার আক্কাস চলতি বছরের গোড়া থেকে কারাবন্দি

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সঙ্গে মামলার বাদীর (নারীর) বিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাইকোর্টের আদেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতর এ বিয়ে সম্পন্ন হয়েছে।
হাজতি ওই বরের নাম- কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলার বাদী নারীর (৩৫) সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। খবর বাংলানিউজের।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, কারাগারে বন্দি হাজতি কেএম আক্কাসের সঙ্গে ওই মামলা বাদী নারীর সঙ্গে কারাগারে অফিস কক্ষে বিয়ে সম্পন্ন হয়েছে। হাইকোর্ট ডিভিশনের স্মারক নং-৩৮২৯১ তারিখ ১৯৯২১ মূলে এ বিয়ে সম্পন্ন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে পল্টন থানায় দায়েরকৃত মামলায় আটক রয়েছে কেএম আক্কাস। এ কারাগারে তার হাজতি নং- ৪৮৬২১। তিনি চলতি বছরের প্রথম থেকে এ কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পাদিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ইউএনও’র স্বাক্ষর জালের অভিযোগ প্রকৌশল অফিস সহকারীর বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধগৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা